ত্বকের বলিরেখা দূর করতে সফেদা | 20fours
logo
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৯ ১৮:২১
ত্বকের বলিরেখা দূর করতে সফেদা
ত্বকের বলিরেখা দূর করতে সফেদা
Desk

ত্বকের বলিরেখা দূর করতে সফেদা

সফেদা বেশ পরিচিত একটি দেশি ফল। এটি সম্পূর্ণ ফ্যাটমুক্ত। সফেদা গাছ বহুবর্ষজীবী, চিরসবুজ বৃক্ষ। এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশ, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল। পেটেনেস ম্যানগ্রোভ ইকো-অঞ্চলের উপকূলীয় ইউকাতানে এই গাছ প্রাকৃতিকভাবে বিস্তার লাভ করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মেক্সিকোতে এর ব্যাপক উৎপাদন হয়।  যারা মিষ্টি পছন্দ করেন তারা সফেদা খেতে পারেন। সফেদায় প্রচুর ভিটামিন ‘এ’ এবং ‘সি’ রয়েছে। নিয়মিত সফেদা খেলে ওরাল ক্যান্সার প্রতিরোধ ও দাঁত ভালো থাকে। পাকা সফেদায় পেতে পারেন পটাশিয়াম, কপার, আয়রন, ফোলেট, নিয়ামিন ও পান্টোনিক অ্যাসিড। এতো গেলো সফেদা ফল খাওয়ার উপকারীতা কিন্তু আপনি কি জানেন আপনার ত্বকের বলিরেখা দূর করতে সফেদার প্যাক অনেক বেশি কার্যকারী।

চলুন আজকের লেখাতে তাহলে জেনে নেই ত্বকের বলিরেখা দূর করতে সফেদার প্যাকটি তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। সফেদা ১টি
২। ডিমের সাদা অংশ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি সফেদা পেস্ট করে নিন এবং এই পেস্টের সাথে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে একটি ঘন প্যাক করে নিন।

২। এরপর আপনার মুখের ত্বক ভালো করে পরিষ্কার করে নিয়ে এই প্যাকটি আলতো হাতে প্যাকটি লাগিয়ে নিন এবং ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের বলিরেখা দূর করতে জাদুর মতো কাজ করে এই ফলটি।একটু বয়স বাড়লে ত্বক ঝুলে যাওয়ার যে সমস্যা দেখা যায়, এটি দূর করতেও সাহায্য করবে এই প্যাকটি।