জিকা | 20fours
logo
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৯ ১৮:৩৮
জিকা
জিকা
Desk

জিকা

জিকা বহুবর্ষজীবী উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম  Lannea coromandelica এবং অন্যান্য স্থানীয় নাম জিকা। এটি Anacardiaceae পরিবারের অন্তর্ভূক্ত। এই গাছ ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। ছাল ধূসর বর্ণের ও অমসৃণ, পুরনো হলে লম্বালম্বিভাবে কাটা কাটা দাগ হয়। ডিসেম্বর মাসের শেষে পুরাতন পাতা ঝড়ে যায় এবং জানুয়ারি- এপ্রিল পর্যন্ত নতুন পাতা জন্মায় সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে ছোট ছোট ফুল ফোটে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়।  জিকা গাছ মূলত ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

উপকারিতাঃ

১। জিগা গাছের ছাল পানিতে ভিজিয়ে সকালে চিনি ও একটি কচি ডাবের পানি মিশিয়ে শরবত তৈরি করে সকালে খালি পেটে খেলে জন্ডিস ভালো হয়।

২। আমাশয় হলে জিকা গাছের ছাল ভিজিয়ে সকালে খালি পেটে খেলে পেট ঠান্ডা থাকে এবং আমাশয় ভাল হয়।

৩। জিকা গাছের ছাল ভিজিয়ে সিদ্ধ করে কুলকুচি করলে পায়রিয়া ভালো হয়।

৪। প্রতিদিন সকালে জিকা গাছের ছাল পানিতে ভিজিয়ে সকালে সেবন করলে মুখে অরুচি ভাব কেটে যায়।

৫। কুষ্ঠ রোগীর ক্ষততে জিকা গাছের পাতার রসের প্রলেপ দিলে কুষ্ঠ রোগ ভালো হয়।