বড় ছাতিম | 20fours
logo
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৯ ০১:১৩
বড় ছাতিম
বড় ছাতিম
Desk

বড় ছাতিম

বড় ছাতিম একটি বৃহৎ ও চিরসবুজ বৃক্ষ।  এর বৈজ্ঞানিক নাম Alstonia scholaris। এটি এপোসিনাসি পরিবারের এলস্টোনিয়া গণের অন্তর্ভুক্ত। পএাচ্ছাদিত বড় ছাতিম গাছগুলো ৪০/৫০ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের পুরো ছালের ভিতরটা সাদা ও দানাযুক্ত কিন্তু উপরটা খসখসে, গাছের সমগ্রাংশে সাদা মত আঠা আছে, পাতাগুলির আকার অনেকটা মনসা পাতার মত। শরৎকালে ফুল ও শীতকালে সরু বরবটির মত ফল হয়। এর ফুলের উৎকৃষ্ট গন্ধ থাকলেও সেটি তীব্র। বড় ছাতিম গাছ বাংলাদেশ সহ ভারতের সর্বত্র জন্মায়। বড় ছাতিম গাছের ছাল, পাতা, ফল ও আঠা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। বড় ছাতিমের ছাল থেঁতো করে সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে কুষ্ঠ রোগ ভালো হয়।

২। বড় ছাতিমের ছাল থেঁতো করে সিদ্ধ সকাল বিকেল খেলে জ্বর দ্রুত ভালো হয়ে যায়।

৩। দাঁতে পোকা হলে ছাতিম গাছের আঠা পোকা লাগা দাঁতের ছিদ্রে লাগালে পোকা ভালো হয়।

৪। বড় ছাতিমের ফুল চূর্ণ করে এর সাথে পিপুল চূর্ণ করে দই এর সাথে মিশিয়ে খেলে হাঁপানি ভালো হয়।

৫। বাতের ব্যাথা হলে বড় ছাতিমের ছাল সিদ্ধ করে ছেকে এই ক্বাথ খেলে ব্যাতের ব্যথায় উপকার পাওয়া যায়।

৬। বড় ছাতিম ছাল চূর্ণ করে গরম দুধের সাথে খেলে বুকে সর্দি বসা ভালো হয়।

৭। শ্বাস নিতে কষ্ট হলে বড় ছাতিম ফুল চূর্ণ করে লবন মিশিয়ে গরম পানি সহ খেলে শ্বাসকষ্টে উপকার পাওয়া যায়।

৮। বড় ছাতিমের আঠা গরম পানিতে মিশিয়ে কুলকুচি করলে পাইয়োরিয়া ভালো হয়।