সোঁন্দাল | 20fours
logo
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৯ ০১:১৬
সোঁন্দাল
সোঁন্দাল
Desk

সোঁন্দাল

সোঁদাল গাছ মাঝারি আকৃতির বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Cassia fistula। এই গাছের ছাল পুরু, ওপরের বর্ণ সবুজের আভাযুক্ত ধূসর, আবার কখনও কখনও ইটের মত লাল, গাছের ডাল নরম, পাতা জোড়া জোড়া ডিমের মত। সামনের দিকটা সরু। ফুল উজ্জ্বল পীতবর্ণ। ফল ১ থেকে ২ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ১ ইঞ্চি মোটা হয়ে থাকে। ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে। পাকলে কালো হয়। ফলের ভিতর অসংখ্য বীজ থাকে। আর বীজের মাঝে আঠা থাকে। সোঁন্দাল গাছের সব কিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। সোঁন্দলের আঠা দুধের সাথে পানি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে সেবন করলে উদর রোগে উপকার পাওয়া যায়।

২। হালকা গরম দুধ বা কিসমিসের ক্বাথের সঙ্গে সোঁন্দাল মজ্জা মিশিয়ে খেলে জ্বর নিরাময় হয়।

৩। সোঁন্দাল পাতা মুখে চিবোলে মুখের ঘা ভালো হয়।

৪। সোঁন্দাল ফলের আঠা প্রচুর মধু ও চিনি মিশিয়ে খেলে রক্তপিও উপকার পাওয়া যায়।

৫। সোঁন্দাল পাতার রস গরম পানিতে মিশিয়ে সেবন করলে প্রমদ রোগ ভালো হয়।

৬। সোঁন্দাল পাতা ও ত্বক তেলে ভেজে সেই তেল ভগন্দরের ঘায়ে লাগালে ঘা ভালো হয়।

৭। যক্ষ্মা রোগীর বিরোচন করাতে সোঁন্দালের আঠা খুবই উপকারী।

৮। সোঁন্দাল পাতা কাগজি লেবুর সঙ্গে বেটে প্রলেপ দিলে দাদ ও ছুলি ভালো হয়।

৯। কুষ্ঠ রোগীর ক্ষততে সোঁন্দাল পাতার রস দিয়ে প্রলেপ দিলে কুষ্ঠ রোগ ভালো হয়।

১০। সোঁন্দাল পাতা ও চামেলি সিদ্ধ পানি রোগীর গরমে ঘা ধুলে তা খুব তাড়াতাড়ি ভালো হয়।