উদাল ইংরেজি Hairy Sterculia বা Elephant rope tree
উদাল বৈজ্ঞানিক নাম Sterculia villosa
জগৎ উদ্ভিদ
শ্রেণীবিহীন Eudicots, Rosids
বর্গ Malvales
পরিবার মালভেসি
উপপরিবার Sterculioideae
গণ Sterculia
প্রজাতি S.villosa
দ্বিপদী নাম Sterculia villosa
উদাল একটি সপুষ্পক উদ্ভিদ। উদাল ২০ মিটার বা ততোধিক উঁচু পত্রমোচী মাথা ছড়ান গাছ। এদের বাকল সাদাটে রঙের। এদের পাতার বোঁটা লম্বা, ফলক বড় ও পাতা খাঁজকাটা, পাতার প্রশাখার আগায় পাতা ঘনবদ্ধ। এদের নিষ্পত্র শাখার লম্বা, ও ঝুলন্ত ডাঁটায় অনেকগুলি ফুল হয়, ফুল পুংলিঙ্গ ও উভয়লিঙ্গ, ফুল ১.৫ সেমি চওড়া। ফুলগুলি হলুদ রঙের, ফুলের ভেতর বেগুনি। এদের ডাঁটায় একসঙ্গে কয়েকটি রোমশ বিদারী শুষ্ক ফল গুচ্ছবদ্ধ, পাকলে গাঢ় লাল। এই গাছের বড় বড় কয়েকটি বীজ থাকে এবং বীজের রং কালো। বাংলাদেশসহ ক্রান্তীয় এশিয়ার প্রজাতি, বাকল থেকে আঁশ পাওয়া যায়। এদের বীজে চাষ করা হয়। উদাল গাছের কাঠ বাদামি রংয়ের হয়ে থাকে । কাঠ সাধারণত নরম ও হালকা হয়। এই গাছের কাঠ দিয়ে চা বাক্স বানানো হয়। এই গাছের বাকল থেকে এক ধরনের আঁশ পাওয়া যায়, সে আঁশ দিয়ে মোটা রশি তৈরি করা হয়। উদাল গাছ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় জন্মে। এই গাছ ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।