আপডেট : ৬ জানুয়ারি, ২০১৯ ১৫:৫৬
কুকশিমা গাছ
কুকশিমা গাছ
Desk
কুকশিমা একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হয়। এই গাছের বীজ একজায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারে। এইভাবে এই গাছের বংশবৃদ্ধি হয়। কুকশিমা গাছের সমগ্র অংশই ঔষধরূপে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। চোখে ঠান্ডা লেগে পানি পড়ছে, লাল হয়ে গেছে তাহলে কুকশিমা গাছের হলদে ফুল সামান্য গরম পানি দিয়ে ধুয়ে থেঁতো করে এর রস করে সকাল বিকেল চোখে দিলে উপকার পাওয়া যায়।
২। কুকশিমা গাছ মূলসহ থেঁতো করে এই রস গরম করে সকাল বিকাল দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত পিত্তে উপকার পাওয়া যায়।
৩। একটা গোটা কুকশিমা গাছ উপড়ে এনে ভালো ভাবে ধুয়ে বেটে সারা শরীরে মেখে একঘন্টা পর গোসল করে নিলে চুলকানি ভালো হয়।
৪। কুকশিমা গাছের কাঁচা অবস্থায় রস করে খেলে আমাশয় দ্রুত ভালো হয়।
৫। কুকশিমা গাছ মূলসহ থেঁতো করে এই রস সকাল বিকেল খেলে অতিসারে উপকার পাওয়া যায়।