শুধু শীতকালেই নয়, গরমের সময়েও অনেকে ত্বকের শুষ্কতা নিয়ে সমস্যায় ভোগেন। নিত্যদিনের ব্যস্ততায় কারই বা সময় আছে আলাদা ভাবে ত্বকের একটু বেশি যত্ন নেয়ার। কিন্তু ঠিকমতো যত্ন না নিলে ত্বক শুষ্ক ও রুক্ষ্ম হয়ে যায়, ত্বকের উজ্জ্বলতা হারায়, ত্বকের উপরিভাগ কালো হয়ে আসে এবং ত্বক ফেটে যায়। আজকের লেখাতে থাকছে এই ত্বকের শুষ্কতা দূর করতে শুধুমাত্র দুধের ব্যবহার। শুনতে অবাক লাগলেও পুষ্টি সমৃদ্ধ দুধ আপনার ত্বকের শুষ্কতা দূর করতে অনেক বেশি কার্যকর ।
আসুন তাহলে এবার জেনে নেই ত্বকের শুষ্কতা দূর করতে দুধ এর ব্যবহার পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। ৪ টেবিল চামুচ দুধ
২। ৫ ফোটা গোলাপজল
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। একটি পরিষ্কার কাপড় ঠাণ্ডা দুধ এবং গোলাপজলের মিশ্রণে চুবিয়ে আপনার ত্বকের উপর ৫-৭ মিনিট রাখুন।
২। তারপর আর একটি পরিষ্কার কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন।
একদিন পর পর এটা করুন দেখবেন আপনার ত্বকের শুষ্কতা থাকবে না। দুধে প্রদাহরোধি ও শীতলকারক উপাদান আছে যা চুলকানি ও শুষ্কতার সমস্যা দূর করে। দুধের ল্যাকটিক এসিড মরা চামড়া দূর করে এবং ত্বকের আদ্রতা বৃদ্ধি করে। এছাড়াও দুধ ত্বক ফর্সা করে।