গাছ চিনুনঃ পেটারি | 20fours
logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ০০:৩৪
গাছ চিনুন
গাছ চিনুনঃ পেটারি
Desk

গাছ চিনুনঃ পেটারি

পেটারি ইংরেজি নাম Indian Abutilon বা Indian Mallow

পেটারি বৈজ্ঞানিক নাম Abutilon indicum

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids

বর্গ Malvales

পরিবার Malvaceae

গণ Abutilon

প্রজাতি A. indicum

দ্বিপদী নাম Abutilon indicum (Link) Sweet

পেটারি একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। যা উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। এটিকে মাঝেমাঝে আলংকারিক উদ্ভিদ হিসেবে চাষ করা হয়। এই গাছ উচ্চতায় ৭-৮ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তবে গড় উচ্চতা ৪ ফুটের মতো। পেটারির কাণ্ডের রং গাঢ় বাদামী। কাণ্ড ২-৩ ইঞ্চি মোটা হয় এবং কাণ্ড শক্ত ও ভঙ্গুর। কাণ্ডের একেবারে শুরু থেকে ডালপালা বের হয়। এজন্যে পেটারি গাছকে ঝোপালো মনে হয়। এই উদ্ভিদটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়।