গাছ চিনুনঃ শিশু | 20fours
logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ২১:৫২
গাছ চিনুন
গাছ চিনুনঃ শিশু
Desk

গাছ চিনুনঃ শিশু

শিশু গাছ ইংরেজি নাম Shishu

আদী নাম শিংশপা

স্থানীয় নাম শিশু গাছ

ভেজষ নাম Dalbergia Sissoo Roxb

শিশু গাছ একটি বহু বর্ষজীবী উদ্ভিদ।  শাখা- প্রশাখা বিশিষ্ট বৃহৎ গাছ। এই গাছ ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়।ছাল ধূসর বর্ণের ও অমসৃণ,  পুরনো হলে লম্বালম্বিভাবে কাটা কাটা দাগ হয়। ডিসেম্বর মাসের শেষে পুরাতন পাতা ঝড়ে যায় এবং জানুয়ারি- এপ্রিল পর্যন্ত নতুন পাতা জন্মায় সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে ছোট ছোট ফুল ফোটে। এ থেকে ফল হয়। এই ফল আকারে প্রায় ২ ইঞ্চি লম্বা হয়। নভেম্বর মাস থেকে ফল পাকতে শুরু করে। এই গাছ বসতবাড়ি, বাগানে এবং রাস্তার পাশে লাগানো হয়। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। শিশু গাছের ছাল ও পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।