মনসা গাছ একটি শাখা- প্রশাখাবিহীন গাছ। এর বৈজ্ঞানিক নাম Euphorbia neriifolia। এটি ইউফরবিয়া গণের অন্তর্ভুক্ত। এই গাছ খুব লম্বা হয় না। মনসা গাছে কাঁটা হয়। মনসা গাছ বাংলাদেশের সবাই চেনে। বাংলায় এই গাছকে দেবীরূপে পূজা করা হয়। ভারতের বিভিন্ন স্হানে এবং প্রতিবেশী দেশগুলোতে এই গাছ দেখা যায়। মনসা গাছের মূল, কান্ড, পাতা ও শুকনো আঠা নানারকম ঔষধরূপে ব্যবহার করা হয়।
উপকারিতাঃ
১। মেয়েদের মাথার চুল অনেক সময় লাল বর্ণ ধারণ করলে মনসা গাছের আঠা দিয়ে তেল তৈরি করে মাথায় মাখলে উপকার পাওয়া যায়।
২। প্রমেহ রোগের আর্বিভাব হলে বাতাসার মধ্যে মনসা গাছের আঠা দিয়ে সেবন করলে প্রমেহ রোগ ভালো হয়।
৩। মনসা গাছের কান্ড কয়েক টুকরো করে পানিতে সিদ্ধ করে এই ক্বাথ সরিষার তেলের সাথে মিশিয়ে একজিমায় প্রলেপ দিলে একজিমা ভালো হয়।
৪। হুপিং কাশি হলে মনসা গাছের পাতা আগুনে সেঁকে নিয়ে হাতে পিষে রস করে লবন বা চিনির সাথে মিশিয়ে সেবন করলে হুপিং কাশি কমে যায়।
৫। মনসা গাছের আঠা দিয়ে তৈরি তেল মাথার টাকে লাগালে টাক সেরে যায়।