গাছ চিনুনঃ মহুয়া | 20fours
logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১৩:০৭
গাছ চিনুন
গাছ চিনুনঃ মহুয়া
Desk

গাছ চিনুনঃ মহুয়া

মহুয়া ইংরেজি নাম Mahwa or Mahua

মহুয়া বৈজ্ঞানিক নাম Madhuca longifolia অথবা "Madhuka indica"

জগৎ Plantae

বিভাগ Magnoliophyta

শ্রেণী Magnoliopsida

বর্গ Ericales

পরিবার Sapotaceae

গণ Madhuca

প্রজাতি M. longifolia

দ্বিপদী নাম Madhuca longifolia (J.Konig) J.F.Macbr.

মহুয়া বৃহৎ আকারের একটি বৃক্ষ। এই ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত লম্বা হয়। পাতা ডিম্বাকার। বৃন্ত ছোট। ফুলগুলো রসাল এবং স্বাদ অম্লমধুর। ফুলের নির্যাসে মাদকতা আছে। এর ধূসর রঙের ছাল প্রায় আধা ইঞ্চি পুরু। বসন্তের শেষে সুপারির মতো আকারের ফল হয়। জুন থেকে জুলাই মাসের মধ্য এর পরিপক্ব হয়।স্থানভেদে একে মহুলা, মধুকা, মোহা, মোভা, মহুভা ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। শুষ্ক অঞ্চলের গাছ হলেও আর্দ্র কোমল আবহাওয়াতেও বেশ ভালো জন্মায়। শীতে সব পাতা ঝরে যায়। ১০ বছর বয়স থেকেই ফুল দিতে শুরু করে। মহুয়া গাছ বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র দেখতে পাওয়া যায়। মহুয়া গাছে ঔষধি গুনাগুন রয়েছে।