কাউ বা কাউফল | 20fours
logo
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৯ ১৩:৫৮
কাউফল
কাউ বা কাউফল
Desk

কাউ বা কাউফল

কাউ (mangosteen) বা ম্যাঙ্গোস্টিন এটি মাঝারি আকৃতির বৃক্ষ জাতীয় উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম Garcinia cowa Roxb বা Garcinia kydia Roxb।  এর অন্যান্য নাম হলো- কাউয়া, কাগলিচু, তাহগালা, ক্যাফল, কাউ-গোলা ইত্যাদি। এই গাছের ডালপালা কম, উপরের দিকে ঝোপালো। গাছের রঙ কালচে। সাধারনত জঙ্গলে এই গাছ দেখা যায়। গাছে ফুল ধরে ডিসেম্বর-জানুয়ারি মাসে। আর ফল পাকে জুন-জুলাই মাসে। ফল গোলাকার, অনেকটা টেবিল টেনিস আকৃতির কিন্তু খাঁজযুক্ত। কাঁচা অবস্থায় সবুজ এ ফল পাকাকে হলুদ বা কমলা বর্ণ ধারণ করে। ফলের ভিতরে চার-পাঁচটি দানা থাকে। ফল পাকার পর এই দানা চুষে খেতে হয়। বীজযুক্ত এসব দানা রসালো ও মুখরোচক। ফল হিসেবে সরাসরি খাওয়া ছাড়াও জ্যাম-জেলি করেও সংরক্ষণ করা যায় কাউ গাছের কষ থেকে রঙ ও বার্নিশ তৈরি হয়। কাউফলের বেশ চাহিদা রয়েছে বাজারে। পাকা কাউফল কেজি প্রতি ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়। এই গাছ বাংলাদেশ সহ ভারত,  মালয়েশিয়া, দক্ষিণ চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম জন্মে।  কাউ গাছ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। কাউ গাছের ছাল সিদ্ধ এই ক্বাথ সকাল বিকেল  করে সেবন করলে খিচুনি রোগ ভালো হয়।

২। কাউ গাছের পল খেলে আমাশয় দ্রুত ভালো হয়।

৩। মাথা ব্যথা হলে কাউ গাছের ফল খেলে দ্রুত ভালো হয়।

৪। মুখে অরুচি ভাব দেখা দিলে কাউ গাছের ফল খেলে মুখে রুচি ফিরে আসে।

৫। ঠান্ডা জনিত সমস্যা দেখা দিলে সকাল বিকেল কাউ গাছের ফল খেলে উপকার পাওয়া যায়।

৬। কেউ অপুষ্টি জনিত সমস্যায় ভুগলে কাউ গাছের ফল খুব উপকারী।