চুলের বৃদ্ধি হবে সবুজ চায়ের ব্যবহারে | 20fours
logo
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৯ ২৩:০৫
চুলের বৃদ্ধি
চুলের বৃদ্ধি হবে সবুজ চায়ের ব্যবহারে
Desk

চুলের বৃদ্ধি হবে সবুজ চায়ের ব্যবহারে

একগোছা লম্বা ও রেশমি চুল মানেই সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু রুক্ষ আবহাওয়া, যত্নের অভাব এবং আরও নানা কারণে চুল লম্বা ও ঘন হয় না। মনে মনে অনেকেরই আশা থাকে লম্বা চুলের কিন্তু তা স্বপ্নই থেকে যায়। লম্বা চুল কিন্তু খুব সামান্য যত্নেই পাওয়া সম্ভব। একটু সচেতনতা এবং সামান্য যত্নের মাধ্যমেই বেশ দ্রুত পেতে পারেন ঘন ও লম্বা চুল। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য সবুজ চায়ের ব্যবহারে চুল বৃদ্ধি করার উপায়। সবুজ চা শুধু ত্বকের জন্য অসাধারণ কাজ করে না বরং এটি আপনার চুলের যত্নেও অসাধারণ কাজ করবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক সবুজ চায়ের ব্যবহারে চুল বৃদ্ধি করার উপায়ঃ

উপকরণঃ
(১)  ১ ব্যাগ সবুজ চা
(২) ১ কাপ পানি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১ ব্যাগ সবুজ চা ১ কাপ পানিতে ভাল করে ফুটিয়ে নিন।
(২) পানি ছেকে নিন এবং এই পানি চুলের গোড়ায় ভাল করে লাগান।
(২)  ১ ঘন্টা রাখুন তারপর ভাল করে শ্যাম্পু করে পরিষ্কার করে ফেলুন।

এই সবুজ চায়ের ব্যবহার আপনার চুলকে শুধু বড় করবে না সেই সাথে চুলের উজ্জলতা বৃদ্ধি করবে। তাহলে আর দেরি কেনো সহজ এই উপায়ে চুল বৃদ্ধি করে নিন।