ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য পেঁপের প্যাক | 20fours
logo
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৯ ২৩:১১
ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য পেঁপের প্যাক
ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য পেঁপের প্যাক
Desk

ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য পেঁপের প্যাক

ব্রণ বয়সন্ধিকালের কিশোর-কিশোরীদের একটি অতি পরিচিত সমস্যা। খুব কম লোকই আছে যারা বয়সন্ধিতে এই সমস্যায় পড়েনি। যাদের মুখের ত্বক পাতলা ও সংবেদনশীল, তাদের জন্যে এই সমস্যা আরো প্রকট। আর তৈলাক্ত ত্বকে এই সমস্যা দেখা দেয় আরো বেশি। আর আজকের লেখাতে থাকছে একই সাথে আপনার ব্রণ এবং তৈলাক্ত ত্বকে জন্য পেঁপের প্যাক।  পেঁপেতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। এটি আপনার ব্রণ এবং তৈলাক্ত ত্বকের যত্নের পাশাপাশি আপনার ত্বক  কোমল ও উজ্জল ত্বক পেতে য়াপনাকে সাহায্য করবে।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ব্রণ ও তৈলাক্ত ত্বকে জন্য পেঁপের প্যাকটি তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। ২ টেবিল চামচ পাঁকা পেঁপে
২। ২ টেবিল চামচ মুলতানি মাটি

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে পেঁপে ও মুলতানি মাটি ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।
২। ত্বকে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন।মুখ ধুয়ে ফেলার পর নিজে পরিবর্তন বুঝতে পারবেন।মুলতানি মাটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে ও পেঁপে ত্বক নরম করবে। এই প্যাকটি ব্রণ সারাতে অনেক ভাল কাজ করে।