কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেল | 20fours
logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৯ ১৫:৫১
কানে তীব্র ব্যথা
কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেল
Desk

কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেল

কানে তীব্র ব্যথা হলে অনেক সময় সহ্য করা যায় না। কানে ব্যথার অন্যতম কারণ হচ্ছে একিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা এক ধরনের কানের সমস্যা। কানে তীব্র ব্যথা হলে নাক দিয়ে পানি পড়তে পারে, মধ্য কর্ণের পর্দা লাল হয় ইত্যাদি। সাধারণত যদি মধ্য কর্ণে কোনো ফ্লুইড বা পানি জমে তাহলে এধরনের সমস্যা হয়। এ ধরনের সমস্যায় আপনি চাইলে ঘরে থাকা উপাদানের ব্যবহারে প্রতিকার করে নিতে পারেন। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেল এর ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেল এর ব্যবহারঃ

উপকরণঃ
(১) তিলের তেল
(২) রসুন তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১)  ২ টেবিল চামচ তিলের তেলে ১ চা চামচ থেঁতো করা রসুন ফুটিয়ে নিন ২/৩ মিনিট।
(২) রসুন ছেঁকে নিয়ে এই তেল ঠাণ্ডা হতে দিন।
(৩) তেল ঠাণ্ডা হলে ২/১ ফোঁটা তেল কানের ভেতর দিয়ে দিন।

রসুনের অ্যান্টিবায়োটিক উপাদান কানের ব্যাকটেরিয়ার আক্রমণের ব্যথা উপশমে কাজ করে।তাহলে আর দেরি কেনো কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেলের ব্যবহার করুন আর তাতেও কাজ না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হোন।