স্বাভাবিক ত্বকের জন্য স্ট্রবেরি স্ক্রাব | 20fours
logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৯ ১৫:৫৯
স্ট্রবেরি স্ক্রাব
স্বাভাবিক ত্বকের জন্য স্ট্রবেরি স্ক্রাব
Desk

স্বাভাবিক ত্বকের জন্য স্ট্রবেরি স্ক্রাব

স্বাভাবিক ত্বক মসৃণ ও সুন্দর হয়। তা বেশি তৈলাক্ত হয় না। আবার বেশি শুষ্কও হয়না। তাই এই ধরণের ত্বক শুধু পরিষ্কার করে, টোনিং আর ময়েশ্চারাইজিং করলেই হয়ে যায়। তবে আপনার এই  স্বাভাবিক ত্বকে যদি আপনি স্ক্র্যাবিং করেন তাহলে মন্দ হয়না। নরম ও কোমল ত্বক পেতে সকলের স্ক্রাব করা প্রয়োজন। কারণ স্ক্রাবিং ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বক নরম করে। তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য স্বাভাবিক ত্বকের জন্য স্ট্রবেরি স্ক্রাব।

আসুন তাহলে জেনে নেই এবার স্বাভাবিক ত্বকের জন্য স্ট্রবেরি স্ক্রাব তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। স্ট্রবেরি পেস্ট ২ টি
২। আমন্ড অয়েল ১ টেবিল চামচ
৩। চিনি ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। একটি বাটিতে আমন্ড অয়েল নিয়ে এর মধ্যে চিনি মেশান। কিছু সময় নেড়ে চিনি হালকা গলিয়ে নিন।

২। এর মধ্যে স্ট্রবেরি পেস্ট দিয়ে মিশিয়ে নিন। এই প্যাক মুখ,ঘাড়ে,গলায় ও শরীরের শুষ্ক স্থানগুলোতে লাগান।

৩। ভাল করে বেশ কিছু সময় নিয়ে ম্যাসাজ করুন। এবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এবার দেখুন ত্বক কেমন নরম আর উজ্বল দেখায়। তাহলে আর দেরি কেনো আজই ব্যবহার করুন এই সহজ প্যাকটি।