ত্বক পরিষ্কারের জন্য ক্লিনজার খুবই প্রয়োজনীয়। বাজারের ক্লিনজার ব্যবহারে মুখের ময়লা দূর হয় ঠিকই, কিন্তু এটি ত্বকের অনেক ক্ষতিও করে। কারণ, এ ধরনের ক্লিনজার তৈরিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। তাই ত্বক পরিষ্কারে প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করলে উপকার পাবেন। কারণ, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বাজারজুড়ে এখন মৌসুমি ফলের সমারোহ। রসাল এসব ফল শুধু যে অনেক পুষ্টিগুণসমৃদ্ধ তা-ই নয়, ত্বকচর্চায়ও বেশ কাজে দেয়। এই ফলগুলো প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে। তেমনি দুটি ফল হচ্ছে জামরুল এবং লিচু যা আপনার ত্বকের যত্নে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রাকৃতিক ক্লিনজার হিসেবে জামরুল ও লিচুর প্যাক তৈরি পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। .১ টা জামরুল
২। ১ টা লিচু
৩। মধু ১ চামচ
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে জামরুল এবং লিচু থেঁতো করে রসটুকু বের করে নিন এবং তার সাথে মধু মিশিয়ে নিন।
২। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলা দিয়ে রসটুকু পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।
শসার মতো জামরুল ও লিচুর রসও সব ধরনের ত্বকেই প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। তাহলে আর দেরি কেনো আজই আপনার ত্বকের যত্নে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে জামরুল ও লিচুর এই প্যাক ব্যবহার করুন এবং স্কিন রাখুন সফট।