গাছ চিনুনঃ বোতাম ফুল | 20fours
logo
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:৪২
গাছ চিনুন
গাছ চিনুনঃ বোতাম ফুল
Desk

গাছ চিনুনঃ বোতাম ফুল

বোতাম ফুল Globe Amaranth

বৈজ্ঞানিক নাম হলো Gomphrena globosa

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Core eudicots

পরিবার Amaranthaceae

প্রজাতি G. globosa

বোতাম ফুল একটি ঝোপালো উদ্ভিদ । এই গাছ ৫০-৬০ সেমি পর্যন্ত উঁচু হয়। পাতা সরু, ২ সেমি চওড়া, দেখতে অনেকটা মেহেদি পাতার মত। ফুল উলের জামায় যেমন বোতাম থাকে ঠিক সেরকম গড়নের। খোসা ছাড়ানো সুপরির মত। লম্বা ডাটায় গোল গোল মঞ্জুরি, খাড়া। বেগুনি, হালকা বেগুনি ও সাদা রঙের ফুল। ঘ্রাণহীন। বর্ষা ও শীতে ফোটে। বংশ বিস্তার মূলত বিজের মাধ্যমে হয়। শুকিয়েও রাখা যায় ফুল। এই বোতাম ফুল গাছ বাংলাদেশের সর্বএ জন্মায়। বোতাম ফুল গাছ ঔষধ ব্যবহার করা হয়ে থাকে।