বড়নখা ইংরেজি নাম Arrow Leaf Pondweed, arrow-leaf monochoria, hastate-leaf pondweed, monochoria
বড়নখা বৈজ্ঞানিক নাম Monochoria hastata
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Monocots Commelinids
বর্গ Commelinales
পরিবার Pontederiaceae
গণ Monochoria
প্রজাতি M. h. var. hastata
দ্বিপদী নাম Monochoria hastata
বড়নখা একটি বর্ষজীবী উদ্ভিদ। এটি জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। এই ৫০ সেমি থেকে ১৫০ সেমি পর্যন্ত বড় হয়। এটির পাতা সবজি হিসাবে খাওয়া যায়। এদের পাতা বর্শাকৃতির বাংলার গ্রামেগঞ্জে হাওড় বিলের পাড়ে একে দেখা যায়। একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে এই ফুলকে বিপদাপন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে। বড়নখা মূলত বায়বীয় কাণ্ডের জলজ বীরুৎ শ্রেণীর উদ্ভিদ। ধান ক্ষেতের মধ্যেও মাঝে মাঝে পাওয়া যায়। আমাদের দেশের নিচু ধানি জমি, জলা, বিল,হাওর এসব জলাভূমিতে এখনো প্রচুর দেখা যায় বড়নখা। গ্রামে এর ফুল সবজি হিসেবে খাওয়া হয়। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।