গাছ চিনুনঃ নললতা | 20fours
logo
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:৫৪
গাছ চিনুন
গাছ চিনুনঃ নললতা
Desk

গাছ চিনুনঃ নললতা

নললতা Bengal Clock
 
নললতা বৈজ্ঞানিক নাম Thumbergia grandiflora
 
নললতা একটি শক্ত লতার উদ্ভিদ।  এই গাছ ৮ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা বেশ কর্কশ, কণ্টকময় এবং শক্ত কাণ্ড। ফুল গন্ধযুক্ত এবং কীটপতঙ্গের মধু যোগানদাতা। ফুলগুলো লম্বা ঝুলন্ত থোকায় থোকায় ঝুলে থাকে। দেখতে অনেকটা ঘন্টার মতো নললতা সামান্য বাঁকা, হালকা নীল রঙের অসমান পাপড়ির সংখ্যা পাঁচটি। ফুল ফোটার প্রধান মৌসুম মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত।  ফল বেশ শক্ত আর এই ফল তিন থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।   এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। এই গাছ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।