গাছ চিনুনঃ অন্তমোড়া | 20fours
logo
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ০১:১৬
গাছ চিনুন
গাছ চিনুনঃ অন্তমোড়া
Desk

গাছ চিনুনঃ অন্তমোড়া

অন্তমোড়া ইংরেজি নাম East Indian screw tree/Nut-leaved screw tree

অন্তমোড়া বৈজ্ঞানিক নাম Helicteres isora

পরিবার Sterculiaceae

হিন্দি নাম bhendu, damni, jonka phal

অন্যান্য স্থানীয় নামের মধ্যে East-Indian screw tree, Nut-leaved screw tree।

অন্তমোড়া একটি অর্ধ পর্ণমোচী গুল্ম বা ছোট আকৃতির গাছ।  লম্বায় ৮ -১০ ফুট পর্যন্ত হতে পারে। বাকল হয় ধৃসর রঙের, পাতা সাধারণ, খসখসে কিনারা খাঁজকাটা এবং এতে ছোট ছোট লোম থাকে। ফুলগুলো একক বা হালকা গুচ্ছ আকারে থাকতে পারে। পাপড়ির রং হয় লাল বা কমলা। সবুজাভ বাদামী বর্ণের ফল হয় এবং এটি প্যাচানো আকৃতির হয়। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।  এই গাছের মূল এবং বাকল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।