গাছ চিনুনঃ কসমস ফুল | 20fours
logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ০৯:৩৮
গাছ চিনুন
গাছ চিনুনঃ কসমস ফুল
Desk

গাছ চিনুনঃ কসমস ফুল

কসমস বৈজ্ঞানিক নাম Cosmos bipinnatus

জগৎ Plantae

বিভাগ Magnoliophyta

শ্রেণী Magnoliopsida

বর্গ Asterales

পরিবার Asteraceae

গণ Cosmos

প্রজাতি C. bipinnatus

দ্বিপদী নাম Cosmos bipinnatus

কসমস একটি মাঝারি আকৃতির Herbaceous উদ্ভিদ। কসমস গাছ ২ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট হয়। গোলাপি, সাদা, বেগুনিসহ বিভিন্ন কালারের হয়ে থাকে। পাতার কিনারগুলো খাঁজকাটা থাকে। এটি ফুল দেয়া শুরু করে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে ছায়াযুক্ত জায়গায় জন্মায়। শীতকালে বাজারে এ ফুলের চাহিদা বেশি থাকে। কসমস ফুল ২ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শীতের শুরু থেকে মার্চ পর্যন্ত ফুল ফোটে। কসমস প্রজাতির মধ্যে বর্ষাতি কসমস অন্যতম।
কসমসের বীজ দ্রুত ছড়ায় এবং খুব কম সময়ের মাঝেই আশেপাশের এলাকা দখল করে ফেলতে পারে। মাটিতে বীজ পড়লেই এটা জন্মানো শুরু করে। হালকা আর্দ্রতায় ৭ থেকে ১০ দিনের মাঝে এর অঙ্কুরোদগম ঘটে। তবে বহুবর্ষজীবী কসমস জন্মায় রাইজোম (এক ধরণের বিশেষায়িত মূল) থেকে। কসমসের বীজ সংগ্রহ করতে পারেন। শীতের শেষের দিকে কিছু ফুল গাছেই শুকিয়ে যেতে দিন। পরে ডাল সহ কেটে উল্টো করে ঝুলিয়ে শুকাতে দিন। কসমস ফুল বাংলাদেশ সহ ভারতে জন্মে।