রক্তরাগ | 20fours
logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ০৯:৪২
রক্তরাগ
রক্তরাগ
Desk

রক্তরাগ

রক্তরাগ ( scarlet cordia) একটি চিরসবুজ উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম Cordia sebestena। এটি   Boraginaceae পরিবারের একটি ফুল গাছ। এই গাছ  ৫ থেকে ৮ মিটার উঁচু হয়। পাতা একক, ১০ থেকে ১৮ সেমি লম্বা, ডিম্বাকার। প্রায় সারা বছরই ডালের আগায় থোকায় থোকায় ফুল ফোটে। তবে শীত থেকে বসন্তেই বেশি দেখা যায়।  ফুল ৩ থেকে ৫ সেমি লম্বা, পাপড়ি সংখ্যা ৬। ফুল ডিম্বাকার, শাঁসাল, প্রায় ৪ সেমি লম্বা,  বৃওযুক্ত।  বীজ আঠাল শাঁসে জড়ানো। শুষ্ক অঞ্চলে ভালো বাড়ে। রক্তরাগ গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। রক্তগাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।  

উপকারিতাঃ

১। রক্তরাগ গাছের পাতা সিদ্ধ করে কুলকুচি করলে দাঁত ব্যথা ভালো হয়।

২। রক্তরাগ গাছের পাতা বেটে গায়ে লাগালে চুলকানি ভালো হয়।

৩। রক্তরাগ গাছের শেকড় সিদ্ধ করে ছাগলের দুধের সাথে খেলে আমাশয় ভালো হয়।

৪। রক্তরাগ গাছের পাতার রস নিয়মিত খেলে মুখের অরুচি ভাব কেটে যায়।

৫। অশ্বরোগ হলে রক্তরাগ গাছের পাতার রস খেলে উপকার পাওয়া যায়।