গাছ চিনুনঃ জাফরান | 20fours
logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৯ ১৩:০৬
গাছ চিনুন
গাছ চিনুনঃ জাফরান
Desk

গাছ চিনুনঃ জাফরান

জাফরান ফুল
 
জাফরান ইংরেজি নাম saffron crocus
 
জাফরান বৈজ্ঞানিক নাম Crocus sativus
 
অন্যান্য স্থানীয় নামের মধ্যে আছে saffron, Za’afaran, Zaafaran Kesar, Zafran
 
জগৎ Plantae
 
শ্রেণীবিহীন Angiosperms, Monocots
 
বর্গ Asparagales
 
পরিবার Iridaceae
 
উপপরিবার Crocoideae
 
গণ Crocus
 
প্রজাতি C. sativus
 
দ্বিপদী নাম Crocus sativus L.
 
 জাফরান একটি সপুষ্পক উদ্ভিদ।  
এক অজানা কারণে জাফরান ফল তৈরি করতে পারে না। যার ফলে এটা বংশ বিস্তারের জন্য মানুষের সাহয্য প্ররয়োজন হয়। ক্রোমগুলি মাত্র এক বছর পর্যন্ত বেচে থাকে এবং এর মধ্যেই এই ক্রোমগুলিকে মাটিতে রোপন করতে হয়। এইটার বাংলা নাম জাফরান
অটাম ক্রকাস (autumn crocus) নামের আইরিশ গোত্রের একটি ফুলের গর্ভদন্ড (Stigmata) থেকে উৎপাদন করা হয় জাফরান। ১ পাউন্ড বা ৪৫০ গ্রাম শুকনো জাফরানের জন্য ৫০ থেকে ৭৫ হাজার ফুলের দরকার হয়, এক কিলোর জন্য একলক্ষ দশ থেকে একলক্ষ ৭০ হাজার ফুল, ৪০ ঘন্টা সময় লাগে ১ লক্ষ ৫০ হাজার ফুল তুলতে। অতি সহজেই আমাদের দেশে এই গাছটির চাষাবাদ সম্ভব হলেও এর কোন পরিকল্পনা বা বাণিজ্যিক উৎপাদন নেই। অতি মূল্যবান এই গাছটি আমরা বাড়ির আঙিনায়, ক্ষেত্রের আইলে এবং অল্প জমিতে জন্মিয়ে নিজের জাফরান বা জরদার রঙের প্রয়োজন মেটাতে পারি খুব সহজেই। প্রায় এক যুগ আগে দেশের ৯টি বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্রে পরীক্ষামূলকভাবে জাফরানের চাষ শুরু হয়। জাফরান’ প্রতি কেজি’র মূল্য প্রায় তিন লাখ টাকা। প্রতিবেশী দেশের কাশ্মীর থেকে এটি এনে বাজারে বিক্রি করা হয় খাবার সুস্বাদু করার জন্য। স্পেনের ‘লা মাঞ্চা’ অঞ্চলের জাফরানের সুবাস সবচেয়ে ভাল। এদের জাফরান দুইটি ক্যাটাগরীতে পাওয়া যায় ‘মাঞ্চা’ আর ‘ক্যুপে’। বিরিয়ানীতে রং এর জন্য এটি ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য ছাড়াও দামি প্রসাধন সামগ্রী হিসেবে জাফরান ব্যবহার্য। জাফরান ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।