গাছ চিনুনঃ রক্তরাগ | 20fours
logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৯ ১৩:১৪
গাছ চিনুন
গাছ চিনুনঃ রক্তরাগ
Desk

গাছ চিনুনঃ রক্তরাগ

রক্তরাগ ইংরেজি নাম scarlet cordia
 
রক্তরাগ বৈজ্ঞানিক নাম Cordia sebestena
 
জগৎ Plantae
 
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids
 
বর্গ unplaced
 
পরিবার Boraginaceae
 
গণ Cordia
 
প্রজাতি C. sebestena
 
দ্বিপদী নাম Cordia sebestena
 
রক্তরাগ একটি চিরসবুজ উদ্ভিদ। এই গাছ  ৫ থেকে ৮ মিটার উঁচু হয়। পাতা একক, ১০ থেকে ১৮ সেমি লম্বা, ডিম্বাকার। প্রায় সারা বছরই ডালের আগায় থোকায় থোকায় ফুল ফোটে। তবে শীত থেকে বসন্তেই বেশি দেখা যায়।  ফুল ৩ থেকে ৫ সেমি লম্বা, পাপড়ি সংখ্যা ৬। ফুল ডিম্বাকার, শাঁসাল, প্রায় ৪ সেমি লম্বা,  বৃওযুক্ত।  বীজ আঠাল শাঁসে জড়ানো। শুষ্ক অঞ্চলে ভালো বাড়ে। রক্তরাগ গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। রক্তগাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।