হাসনাহেনা ইংরেজি নাম night-blooming jasmine, night-blooming cestrum, lady of the night, queen of the night, night-blooming jessamine, Hasna Hena
হাসনাহেনা বৈজ্ঞানিক নাম Cestrum nocturnum
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids
বর্গ Solanales
পরিবার Solanaceae
গণ Cestrum
প্রজাতি C. nocturnum
দ্বিপদী নাম Cestrum nocturnum L.
হাসনাহেনা লতানো ধরণের ঝোপাল গাছ। এই গাছের পাতা লম্বাটে, ১৪.৪ থেকে ৩-৪ সেমি, মসৃণ। বছরে কয়েকবার ফুল ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের ও আগায় ফুলের ছোট ছোট থোকা, সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫ পাপড়ি। ফল গোল, সাদা। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতানো নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে। কলম করেও এই গাছ চাষ করা হয়ে থাকে। এই গাছ বাংলাদেশেও জন্মে। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতানো নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে।