গাছ চিনুনঃ জবা | 20fours
logo
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ০৮:৫৯
গাছ চিনুন
গাছ চিনুনঃ জবা
Desk

গাছ চিনুনঃ জবা

জবা ইংরেজি নাম Hibiscus rosa-sinensis
 
জবা বৈজ্ঞানিক নাম Habiscus rosa- Sinensis Linn
 
জগৎ Plantae
 
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
 
বর্গ Malvales
 
পরিবার Malvaceae
 
গণ Hibiscus
 
প্রজাতি H. rosa-sinensis
 
দ্বিপদী নাম Hibiscus rosa-sinensis L.
 
জবা একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা ২.৫-৫ মি(৮-১৬ ফিট) ও প্রস্থ ১.৫-৩ মি(৫-১০ ফিট)। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও ৫টি পাপড়ি যুক্ত। এই গাছের ফুল নানা রঙ্গের হয়ে থাকে । জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে। ফুলগুলির ব্যাস ১০ সেমি(৪ ইঞ্চি) এবং গ্রীষ্মকাল ও শরতকালে ফোটে। বাগানের গাছ হিসেবে।জবাকে গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডল
 অঞ্চলে সর্বত্র ব্যবহার করা হয়। যেহেতু জবা ১০°সেলসিয়াসের নীচের তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই নাতিশীতোষ্ণ অঞ্চলে জবা গাছকে গ্রীনহাউসে রাখা হয়। জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ,কমলা, ইত্যাদি হতে পারে।
দেখতে অনেকটাই সাদামাটা ধরনের আর গন্ধহীন। কিন্তু জবা ফুলের রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। এই গাছের ফুল, পাপড়ি ও গাছের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়।