আমাদের বয়স যতো বাড়তে থাকে ত্বকের টানটান ভাব ততো কমতে থাকে। যার ফলে চামড়া কুঁচকে যাওয়া, ভাজ পরা বা ঝুলে যাওয়া ইত্যাদি নানা সমস্যা তৈরী হয়। যেগুলো বলি রেখা বা বয়সের ছাপ হিসাবে পরিচিত। বলিরেখা দূর করতে আমরা কত কিছুই করে থাকি তবে আজকে জানবো ভিন্ন একটি উপায় আর তা হলো বলিরেখা দূর করতে ডালিমের খোসা গুঁড়োর ব্যবহার।আমরা সাধারণত ফল দিয়ে তৈরি প্যাকের কথা শুনে থাকি। কিন্তু ফলের খোসায়ও রয়েছে নানা পুষ্টিগুণ। ডালিমের খোসা দিয়ে তৈরি প্যাক বলিরেখা দূরে বেশ কার্যকরী।
আসুন তাহলে জেনে নেওয়া যাক বলিরেখা দূর করতে ডালিমের খোসা গুঁড়োর প্যাক তৈরি পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। ১ টেবিল চামচ শুকনো ডালিমের খোসা গুঁড়ো
২। ২ টেবিল চামচ দুধের সর
৩। ১ টেবিল চামচ বেসন
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ডালিমের খোসা ছাড়িয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন এবং তারসাথে দুধের সর এবং বেসন মিক্সড করে একটা প্যাক তৈরি করে নিন।
২। প্যাকটি মুখ এবং ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন এবং এভাবে ২০মিনিট রেখে দিন।
৩। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ভাল কোন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক নরম কোমল করে তোলে।