স্বর্ণ অশোক ইংরেজি নাম Yellow Ashoka and Yellow Saraca
স্বর্ণ অশোক বৈজ্ঞানিক নাম Saraca thaipingensis
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Fabales
পরিবার Fabaceae
উপপরিবার Caesalpinioideae
গোত্র Detarieae
গণ Saraca
প্রজাতি S. thaipingensis
দ্বিপদী নাম Saraca thaipingensis Cantley
স্বর্ণ অশোক গাছ ৭ থেকে ২০ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছের কান্ডের রং কালচে এবং প্রায় মসৃণ। পৌষ ও মাঘ মাসে ফুল ফোঁটে। রাতের বেলায় এ ফুল থেকে হালকা মিষ্টি গন্ধ ভেসে আসে। ফুল থেকে চ্যাপ্টা শিমের মতো ফল হয়। অন্যান্য অশোকের চেয়ে স্বর্ণ অশোকের পাতা কিছুটা বড়। পাতার রং সবুজ, তবে কচি পাতার রং তামাটে লাল। বীজ থেকে চারা হয়। এছাড়া ডালে গুটি কলমের মাধ্যমেও চারা তৈরি করা যায়। এই গাছ বাংলাদেশ সহ ইন্দোনেশিয়ার জাভা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারে এই গাছ জন্মে। স্বর্ণ অশোক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।