গাছ চিনুনঃ ঝাউ | 20fours
logo
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৯ ২০:৫১
গাছ চিনুন
গাছ চিনুনঃ ঝাউ
Desk

গাছ চিনুনঃ ঝাউ

ঝাউ ইংরেজি নাম  Salt Cedar, Tamarix, Tamarisk etc

ঝাউ বৈজ্ঞানিক নাম Tamarix dioica

পরিবারের Tamaricaceae

গোএ Tamaricaceae

ঝাউ একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ ১ থেকে ১৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণ এই জাতীয় গাছ লবণাক্ত মাটিতে ভালো জন্মে। এই কারণে এই গণের উদ্ভিদ সমুদ্র উপকূলে প্রচুর জন্মে। তবে ক্ষারযুক্ত মাটিতেও এরা টিকে থাকতে পারে। এই গাছের কাণ্ড এবং শাখা সরল এবং গোলকার। এদের পাতা সরু সরু এবং গুচ্ছাকারে থাকে। পাতাগুলো ১-২ মিলিমিটার লম্বা হয়। এবং শাখার অগ্রভাগে সরু ফলকের মতো ছড়ানো থাকে। এদের নবীন শাখাগুলো বেশ মসৃণ এবং লালচে বা বাদামি রঙের হয়। কিন্তু পুরানো ডালের রঙ হয় নীলাভ-লাল বা লাচে হয়। এদের ফুল ধরে সেপ্টেম্বর মাসের দিকে। এই গণের উদ্ভিদগুলো শাখা, মূল বা বীজের সাহায্যে বংশ বিস্তার করে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়।  এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।