জহুরিচাঁপা ( egg magnolia) এক প্রকার ফুলের গাছ। এর বৈজ্ঞানিক নাম Magnolia liliifera। এটি Magnoliaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি। জহুরিচাঁপা গাছ ২ মিটার উঁচু চিরসবুজ ঝোপাল গাছ। পাতা ভল্লাকার, ৭ থেকে ১২ সেমি লম্বা, খসখসে। আগা ও গোড়ার দিক সরু। হলদেটে-সাদা, সুগন্ধি, প্রায় ৩ সেন্টিমিটার চওড়া, সবুজ বত্তাংশে আংশিক ঢাকা থাকে। বাটিবৎ, সম্পুর্ন খোলা না, পাপড়ি ৬-৯টি। গ্রীষ্ম-বর্ষায় বেশি ফুল ফোটে, পাতার গোড়া থেকে একেকটি ফোটে সন্ধ্যার আগে আগে। কলম কেটে চাষ হয়। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। জহুরিচাঁপা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। জহুরিচাঁপা গাছের পাতা থেঁতো করে এই রস সেবন করলে প্রসাবের জ্বালাপোড়া ভালো হয়।
২। জহুরিচাঁপা শেকড় সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়।
৩। জহুরিচাঁপা পাতা ও পাঁপড়ি একসাথে বেটে হালকা সেদ্ধ করে এই ক্বাথ সেবন করলে ঠান্ডা জনিত সমস্যা ভালো হয়।
৪। গায়ে চুলকানি হলে জহুরিচাঁপা গাছের শেকড় সিদ্ধ করে গোসল করলে চুলকানি দ্রুত ভালো হয়।