আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১৪:২৭
পিউম
পিউম
Desk
পিউম (Spider flower, Pink queen) একবর্ষজীবী দ্রুতবর্ধনশীল বীরুৎ। এর বৈজ্ঞানিক নাম Cleome hassleriana। এটি Cleomaceae পরিবারের অন্তভূক্ত। এই গাছ তিন-ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। কাণ্ড সবুজ, কাঁটাযুক্ত ও ঝোপালো। পাতা যৌগিক এবং পত্রফলক পাঁচ থেকে সাতটি, চারদিকে সন্নিবেশিত থাকে। শাখার আগায় লম্বা মঞ্জরিতে ফুল ধরে। ফুল বেগুনি-গোলাপি অথবা সাদা। প্রতিটি ফুলের পাঁচটি পাপড়ি এবং ছয়টি লম্বা পুংকেশর থাকে। বসন্তের শেষ থেকে শরৎ পর্যন্ত ফুল ধরে। প্রজাপতি এ ফুলের মধু পান করতে আসে। পিউম আর্দ্র পতিত জমি, হাওরের কান্দা, বাড়িঘরের আশপাশে এবং ছোট-বড় সড়কের পাশে ব্যাপক জন্মায় এবং প্রকৃতিতে ফুলের উজ্জ্বলতা ছড়ায়। মূলত শুকনো মৌসুমে চারা গজায় এবং মার্চ-এপ্রিলে ফুল আসে। হাওরে পুরো বর্ষার পানি আসার আগেই ফলের বীজ পরিপক্ব হয়ে ভূমিতে পড়ে। এর বীজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। এই গাছের পাতা ও ফুল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। পিউম ফুল থেঁতো করে হালকা গরম পানির সাথে খেলে পেটের ব্যথায় উপকার পাওয়া যায়।
২। পিউম পাতা পানিতে সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে দাহযুক্ত জ্বর দ্রুত ভালো হয়।
৩। পিউম মূল থেঁতো করে চিনির সাথে মিশিয়ে খেলে মূএরোগ দ্রুত ভালো হয়।
৪। পিউম পাতা ও ফুল একসাথে বেটে হাতে-পায়ে লাগালে হাত ও পায়ের জ্বালা কমে যায়।