গাছ চিনুনঃ জহুরিচাঁপা | 20fours
logo
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৮
গাছ চিনুন
গাছ চিনুনঃ জহুরিচাঁপা
Desk

গাছ চিনুনঃ জহুরিচাঁপা

জহুরিচাঁপা ইংরেজি নাম Egg magnolia
 
জহুরিচাঁপা বৈজ্ঞানিক নাম Magnolia liliifera
 
জগৎ Plantae
 
শ্রেণীবিহীন Angiosperms, Magnoliids
 
বর্গ Magnoliales
 
পরিবার Magnoliaceae
 
গণ Magnolia
 
উপগণ Magnolia subg. Magnolia
 
Sectio Magnolia sect. Gwillimia subsect. Blumiana
 
প্রজাতি M. liliifera
 
দ্বিপদী নাম Magnolia liliifera
 
জহুরিচাঁপা এক প্রকার ফুলের গাছ। জহুরিচাঁপা গাছ ২ মিটার উঁচু চিরসবুজ ঝোপাল গাছ। পাতা ভল্লাকার, ৭ থেকে ১২ সেমি লম্বা, খসখসে। আগা ও গোড়ার দিক সরু। হলদেটে-সাদা, সুগন্ধি, প্রায় ৩ সেন্টিমিটার চওড়া, সবুজ বত্তাংশে আংশিক ঢাকা থাকে। বাটিবৎ, সম্পুর্ন খোলা না, পাপড়ি ৬-৯টি। গ্রীষ্ম-বর্ষায় বেশি ফুল ফোটে, পাতার গোড়া থেকে একেকটি ফোটে সন্ধ্যার আগে আগে। কলম কেটে চাষ হয়। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। জহুরিচাঁপা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।