গাছ চিনুনঃ ইউক্যালিপটাস | 20fours
logo
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:১৫
গাছ চিনুন
গাছ চিনুনঃ ইউক্যালিপটাস
Desk

গাছ চিনুনঃ ইউক্যালিপটাস

ইউক্যালিপটাস ইংরেজি নাম Auri, Ear leaf, Acacia

ইউক্যালিপটাস বৈজ্ঞানিক নাম Acacia auriculiformis

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids

বর্গ Myrtales

পরিবার Myrtaceae

উপপরিবার Myrtoideae

গোত্র Eucalypteae

গণ Eucalyptus L'Hér.


ইউক্যালিপটাস এক প্রকারের উদ্ভিদ। এটি মূলত একটি কাঠের গাছ।বাংলাদেশে ইউক্যালিপ্টাস গাছকে নীলগিরি বা নীলগিরি গাছ নামে ডাকা হয়। সারা বিশ্বে ইউক্যালিপটাসের প্রায় ৭০০ প্রজাতি আছে। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এর মাত্র ১৫টি প্রজাতি চালু করা উদ্ভিদ হিসেবে। দ্রুতবর্ধনশীলতা এবং অভিযোজন ক্ষমতার কারনে এটি অনেক দেশেই কাঠের গাছ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে যদিও উল্লেখ্য যে এই ইউক্যালিপটাসের কোন প্রজাতিই তুষার করতে পারে না। এটা উষ্ণমণ্ডলীয় এবং উষ্ণ উভয় প্রকারের জলবায়ুর প্রদেশে বেঁচে থাকতে সক্ষম। বড় বড় সড়কের ধারে সারিবদ্ধ ভাবে লাগানো থাকে আর বসন্তে এর চমক লাগানো ফূল দেখে প্রায় চেনাই যায় না যে সারাবছর অনাড়ম্বর থাকা এই বৃক্ষটিকে। এই গাছ বাংলাদেশ ও ভারতের সর্বত্র পাওয়া যায়। এই গাছের ভেষজ গুন রয়েছে।