আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:৩১
গাছ চিনুন
গাছ চিনুনঃ দেশি ফুরুস
Desk
দেশি ফুরুস ইংরেজি নাম Crepe myrtle
দেশি ফুরুস বৈজ্ঞানিক নাম Lagerstroemia indica
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Myrtales
পরিবার Lythraceae
গণ Lagerstroemia
প্রজাতি L. indica
দ্বিপদী নাম Lagerstroemia indica (L.) Pers.
দেশি ফুরুস একটি গুল্মজাতীয় উদ্ভিদ। প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এরা শক্ত, ডালপালা ভরা পত্রমোচি গাছ। কাণ্ড বাদামি মসৃণ। পাতার পত্রবিন্যাস একান্তর বা ঘূণির্ত তিনটি পাতা থাকে, ডিম্বাকার, ৩.৫-৬ সেমি লম্বা, মসৃণ। বর্ষায় ডালের আগায় ছোট ছোট ফুলের খুব বড় থোকা, ১৫-২০ সেমি লম্বা শাখায়িত। নানা রঙের ফুল হয়, সাদা, গোলাপি, লাল, বেগুনি। ফুল ৩ সেমি চওড়া, পাপড়ি ৬, কূঁকড়ান। কলম ও শিকড় থেকে গজানো চারায় চাষ। বসন্তে ছেঁটে দিলে নতুন ডালে প্রচুর ফুল হয়। এই বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এই গাছের ভেষজ গুনাগুন রয়েছে।