
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ১৩:২০
গাছ চিনুন
গাছ চিনুনঃ ব্রাহ্মী
Desk
ব্রাহ্মী waterhyssop
ব্রাহ্মী বৈজ্ঞানিক নাম Bacopa monnieri
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids
বর্গ Lamiales
পরিবার Plantaginaceae
গণ Bacopa
প্রজাতি B. monnieri
দ্বিপদী নাম Bacopa monnieri
ব্রাহ্মী, ব্রাহ্মীশাক, আধাবিরানি, ধুপকামিনি একটি ছোট উদ্ভিদ। এটি ছোট গাছ, কাণ্ড এবং পাতা রসালো হয়। এর ফুল বেগুনি সাদাটে। এটা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খাওয়ানো হয়। এই গাছের ভেষজ গুনাগুণ রয়েছে। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।