ভৃঙ্গরাজ( Bringa Raj) একটি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Wedelia calendulacea Less। এটি Asteraceae পরিবারের অন্তভূক্ত। স্থানভেদে কখনো ভূলুন্ঠিত হয়। এটির ফুল হলুদ হয়। ভৃঙ্গরাজের আরো তিনটি প্রজাতি লক্ষ্য করা যায়। একটির ফুল নীল, একটির সাদা এবং অন্যটির ডাঁটা একটু লালচে। ৩.৪ সে.মি. থেকে ৯.৫ সে.মি. পর্যন- লম্বা হয়। ডাঁটা রসালো, নরম, সূক্ষ্ণ লোমশ ও দ্রুত বাড়ে। বর্ষাকালে হলুদ রঙের ফুল হয় এবং শরৎকালে ফল হয়। এর ডাঁটা গিরা থেকে পাতা বের হয়। পাতার ৪.০-৮.০সে.মি. লম্বা এবং ১.২-২.০ সে.মি. পর্যন্ত চওড়া হয়। পাতার কিনারা হালকা খাঁজকাটা। ডাঁটার প্রতি গেরো থেকে দুটি করে পাতা বিপরীতমুখী হয়ে গজায়। পাতার আকৃতি লম্বাটে বর্শাকৃতি অমসৃণ ও খসখসে। বাংলাদেশের প্রায় সর্বত্র এ তৃণটি দেখা যায়। তবে ভেজা বা আর্দ্র জায়গা এর জন্য বিশেষ উপযুক্ত। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ভৃঙ্গরাজ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।
উপকারিতাঃ
১। সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয় (শিররোগ) বা আধ-কপালে ব্যথা হয় (সাইনোসাইটিস) সে ক্ষেত্রে ভৃঙ্গরজের পাতা গুঁড়ার নস্যি নিলে বা পাতার রস মাথায় মাখালে উপশম হয়।
২। মাথার চুল ওঠায় এই পাতার রস মাথায় লাগলে অথবা রস দিলে তেল পাক করে ব্যবহার করলেও চুল পড়া বন্ধ হয়।
৩। গুঁড়া কৃমির উপদ্রব হলে এই পাতার রস পূর্ণবয়ষ্কদের জন্য এক চা চামচ ১/৪ কাপ পানিতে মিশিয়ে খেলে কৃমি কমে যায়।
৪। চোখ উঠা বা পুঁজ জমলে ফোঁটা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এ পানি দিয়ে চোখ ধুলে দ্রুত সেরে যায়।
৫। পাইরিয়া হলে ভৃঙ্গরাজের পাতা গুঁড়া করে মাজনের মতো ব্যবহার করলে পাইরিয়া ভালো হয়।
৬। ভৃঙ্গরাজের পাতার রস ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়।
৭। ভৃঙ্গরাজের পাতার রস লাগালে দাদ ভালো হয়।
৮। ভৃঙ্গরাজের পাতার রস নিয়মিত খেলে পান্ডুরোগ ভালো হয়।
৯। মাড়িতে ঘা দেখা দিলে ভৃঙ্গরাজের পাতার ক্বাথ বানিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।
১০। ভৃঙ্গরাজের পাতার রস গরম করে সকাল বিকেল খেলে জ্বর দ্রুত ভালো হয়।