হেনা চুলের জন্য কতটা উপকারী জানা আছে? | 20fours
logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৮
হেনা
হেনা চুলের জন্য কতটা উপকারী জানা আছে?
Desk

হেনা চুলের জন্য কতটা উপকারী জানা আছে?

হেনা হচ্ছে মেহেদি। চুলের যত্নে হেনা প্যাক বেশ উপকারী। হেনার সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে ব্যবহারের ফলে চুলের নানা সমস্যা থেকে মুক্তি মিলবে। হেনা চুলের বৃদ্ধিতে বেশ কার‌্যকরী। এটি চুলের পুষ্টি জোগায় এবং চুলকে করে মজবুত। এছাড়াও চুলের যত্নে হেনার আরো অনেক উপকারীতা আছে আর আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে হেনা চুলের জন্য কতটা উপকারী সে ব্যাপারে কিছু তথ্য।

আসুন তাহলে জেনে নেওয়া যাক হেনা চুলের জন্য কতটা উপকারী সে ব্যাপারেঃ

১। ডিমের মত হাইড্রেটিং উপাদানের সঙ্গে মিলিত হলে, হেনা আপনার স্কাল্প থেকে অতিরিক্ত গ্রীস এবং ময়লা অপসারণ করতে সাহায্য করে। সাথে চুলকে কন্ডিশন করে। অর্থাৎ চুল হয়ে ওঠে হেলদি এবং সিল্কি। কারন চুলের গোড়া সিল করে এটি আদ্রতা বজায় রাখতে পারে।

২। হেনা তৈলাক্ত চুলএর জন্য ব্যবহৃত সেরা উপাদানের একটি। ওভারজেলাস সেবাসেস গ্ল্যান্ড নিয়ন্ত্রণএর সাথে অয়েল প্রোডাকশন কন্ট্রোল করে। এটি স্কাল্পের পিএইচকে তার প্রাকৃতিক অ্যাসিড-ক্ষারীয় স্তরে পুনরুদ্ধার করতে সহায়তা করে। যা চুলের গোড়া মজবুত করে।

৩। স্ক্যাল্পের গ্রন্থি কোষের উন্নতি সাধনের মাধ্যমে হেয়ার গ্রোথ প্রমোট করতে হেনা সাহায্য করে। ফলে অতিরিক্ত হেয়ার ফল কমে এবং হেয়ার গ্রোথ বুস্ট হয়।

৪। চুলের ক্ষেত্রে হেনা অত্যন্ত পুষ্টিকর। চুলের নমনীয়তা এবং শক্তি বজায় রেখে হেয়ার স্প্লিট প্রতিরোধ করে।সেই সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার দরুন হেনা, স্ক্যাল্প হেলথ ইম্প্রুভ করতে সাহায্য করে এবং ড্যানড্রাফ দূরীকরণে অংশ নেয়।

বহুমুখী চুলের যত্নের উপাদান হেনা তাই এখন যেহেতু জেনে গেলেন আপনার চুলের যত্নে হেনা কতটা উপকারী তাহলে আর দেরি কেনো আজ থেকেই হেনার ব্ব্যহার করুন আপনার চুলের যত্নে।