সহদেবী গাছ (Cyanthillium cinereum) অনেকটা শ্বেত বেড়েলা গাছের মতো। গোলাপ এবং চন্দনের মিশ্র গন্ধের ন্যায় একটা গন্ধ এই গাছ থেকে বেরোয়। এই কারণে দূর থেকে এই গাছকে সহজেই চেনা যায়। বাংলাদেশ ও ভারতের সর্বত্র এই গাছ জন্মে।
উপকারিতাঃ
১। অনেক সময় হাত পায়ের খিচ অথবা খিল ধরলে ব্যথা করে। এই অবস্হায় সহদেবী পাতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
২। পেটের ব্যথার সাথে পেটে বায়ু হলে সহদেবী পাতার রস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত ভালো হয়।
৩। মাসিককালে মহিলাদের স্রাব নিয়মিত না হলে বা কয়েকমাস পরে হলে তলপেটে প্রচন্ড ব্যথা হয়। তখন সহদেবী গাছ থেঁতো করে এই রস অল্প গরম করে সেবন করলে উপকার পাওয়া যায়।
৪। সহদেবী গাছ ছেঁচে নিয়ে রস করে অল্প গরম করে চিনি মিশিয়ে খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়।
৫। মূলসহ সহদেবী গাছ নিয়ে বড় এলাচ, গোলমরিচ একসাথে মিশিয়ে ভালোভাবে বেটে গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে ফাইলেরিয়া ভালো হয়।