আলু, স্ট্রবেরি ও মধুর প্যাকে ত্বক হবে লাবণ্যময় | 20fours
logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৫২
আলু, স্ট্রবেরি ও মধুর প্যাক
আলু, স্ট্রবেরি ও মধুর প্যাকে ত্বক হবে লাবণ্যময়
Desk

আলু, স্ট্রবেরি ও মধুর প্যাকে ত্বক হবে লাবণ্যময়

প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর আর মানুষ হলো সবচেয়ে সুন্দর সৃষ্টি। কিন্তু তবুও আমাদের অনেকেরই মাঝে কতই না আক্ষেপ নিজেদের অবয়ব নিয়ে, নিজের গায়ের রঙ নিয়ে। কিন্তু আমাদের গায়ের রঙ আমরা চাইলে কিন্তু নিজেরাই করে তুলতে পারি উজ্জ্বল ও দীপ্তিময়। ত্বকের রং ফর্সা হোক কে না চায়। এর জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি পার্লারের পেছনে। ব্যবহার করি কত ধরনের প্রসাধনী। কিন্তু আপনি কি জানেন ঘরে থাকা ৩ টি উপাদানের তৈরি প্যাক ব্যবহার করে আপনি পেতে পারেন লাবণ্যময় উজ্জ্বল ত্বক, শিরোনাম দেখে জেনেই গেছেন কোন ৩ উপকরণের কথা বলা হচ্ছে।

আসুন এখন জেনে নেওয়া যাক আলু স্ট্রবেরি ও মধুর প্যাকটি তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। অর্ধেক আলু
২। ১টি স্ট্রবেরি
৩। ১/২ চা চামচ মধু

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে আলু এবং স্ট্রবেরি ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবং ব্লেন্ড করে নেয়ার পর তার সাথে মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

২। এবার মুখ পরিষ্কার করে তারপর প্যাকটি আলতো হাতে লাগিয়ে নিন এবং ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে তা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলুতে আছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স, পটশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এই প্যাক  আমাদের ত্বকের উপরিভাগের রঙ হালকা করে, কালো দাগ দূর করে এবং ত্বকে একটা সুন্দর উজ্জ্বলতা এনে দেয়।