সব মানুষের মুখে লোম হয়ে থাকে, তবে কারও লোমের ঘনত্ব থাকে বেশি আবার কারো কম। কিন্তু কম কিংবা বেশি যেমনই হোক না কেন এই লোম সৌন্দর্য কিছুটা হলেও কমিয়ে দেয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো অবশ্যই। তাই অনেক নারীই পার্লারে গিয়ে থ্রেডিং করে থাকেন, কিন্তু সবার ত্বক একরকম না হওয়ায় অনেকেরই থ্রেডিং করতে গেলে সমস্যায় পড়তে হয়। তাই প্রয়োজন এই সমস্যার স্থায়ী সমাধান আর যদি হয় প্রাকৃতিক উপাদানের তৈরি তাহলে তা আপনার ত্বকের জন্য অবশ্যই উপকার বয়ে আনবে। আর তাই আপনাদের জন্য থাকছে আজকের লেখাতে মুখে বড় লোমকূপের প্রাকৃতিক সমাধান।
আসুন তাহলে জেনে নেওয়া যাক মুখে বড় লোমকূপের প্রাকৃতিক সমাধানঃ
যা যা লাগবেঃ
১। লেবু
২। আপেল
৩। মধু
৪। দই
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। এক টেবিল-চামচ দইয়ের সঙ্গে কুচি করে অর্ধেক কাটা আপেল, এক টেবিল-চামচ মধু এবং লেবুর রস ভালো করে মিশিয়ে মাস্ক তৈরি করতে হবে।
২। এই মাস্ক পরিষ্কার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ মণ্ডল ধুয়ে নিতে হবে।
এই মাস্ক ত্বক কোমল করতে এবং বড় লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে।তাহলে আর নয় থ্রেডিং আজই প্রাকৃতিক এই উপায়ে দূর করে নিন আপনার মুখে বড লোমকূপ সমস্যা।