হাঁপানি নিরাময়ে সহায়ক লবঙ্গ তুলসী | 20fours
logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:১১
হাঁপানি নিরাময়ে সহায়ক লবঙ্গ তুলসী
হাঁপানি নিরাময়ে সহায়ক লবঙ্গ তুলসী
Desk

হাঁপানি নিরাময়ে সহায়ক লবঙ্গ তুলসী

হাঁপানি ফুসফুসের একটি রোগ যার কারনে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এটি সাধারণত দুই ধরনের হতে পারে একটি খুব তীব্র হয় আর অন্যটি হচ্ছে দীর্ঘস্থায়ী। যখন ফুসফুসে বাতাসের প্রবাহে বাধার সৃষ্টি হয় তখনি হাঁপানির আক্রমন হয়। শীতকালে এই সমস্যা দেখা দেয় বেশি তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য হাঁপানি নিরাময়ে লবঙ্গ তুলসী এর তৈরি একটি চমৎকার পানীয়। তুলসী নানান অসুখের প্রতিকারে কার্যকর একটি উপাদান। লবঙ্গে ২০%-২৫% ক্লোভ তেল আর ১০%-১৫% টাইটার পেনিক অ্যাসিড থাকে। তাই এটা খুব ঝাঁজালো হয় আর তাই হাঁপানির জন্য এটা এত উপকারী।

চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক হাঁপানি নিরাময়ে লবঙ্গ তুলসীর ব্যবহার পদ্ধতিঃ

উপকরণঃ
(১) লবঙ্গ কয়েকটা
(২) তুলসী পাতা ৫/৬ টা
(৩) গোটা গোলমরিচ ৩টা
(৪) সামান্য মধু

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১)  লবঙ্গ, তুলসী পাতা আর গোলমরিচ পানিতে দিয়ে ফোটান দশ মিনিট ধরে।
(২) তারপর ছেঁকে নিন। এবার সামান্য মধু যোগ করে হাল্কা গরম থাকতে থাকতে খেয়ে নিন।


সকালে এটা ভালো না লাগলে বিকেলে খান। কয়েকদিনেই ফল পাবেন। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করুন এবং সুস্থ থাকুন।