ব্রাক্ষ্মি শুধু স্মৃতিশক্তি বাড়ায় না। চুলের জন্য ব্রাক্ষ্মি খুবই উপকারী। কারণ ব্রাক্ষ্মি চুলের গোড়া মজবুত করে ও নারিশ করে। তার ফলে চুলের বৃদ্ধি তো ঘটেই। যদি ব্রাক্ষ্মি রোজ ব্যবহার করা যায়, তাহলে চুল শুধু ঘনই হবে না, স্ক্যাল্পে হবে খুশকি ও জট মুক্ত এবং উজ্জ্বল।
চলুন তাহলে জেনে নেয়া যাক চুল পড়া রোধ করতে ব্রাক্ষ্মি শাকের উপকারিতাঃ
উপকরণঃ
২ চামচ ব্রাক্ষ্মি পাউডার,
২চামচ আমলকী পাউডার,
২চামচ অশ্বগন্ধা পাউডার,
হাফ কাপ টকদই।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিন। এবার এই পেস্ট পুরো চুলে ভালো করে লাগান। চুলে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করুন। তারপর চুল একদম হালকা গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। পানি যেন বেশী গরম না হয়। তাহলে চুলের ক্ষতি হবে। এটা সপ্তাহে দু থেকে তিনদিন ব্যবহার করুন।
দেখবেন কয়েকদিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে।