"ঘাড়ের কালো দাগ" এমন এক বিব্রতকর সমস্যার নাম যা নিয়ে ভুগে থাকে নারী-পুরুষ অনেকেই। বিশেষ করে একটু ওজন বেশি মানুষেরা তো এই সমস্যা নিয়ে একেবারে নাজেহাল। ঘাড় কিংবা শরীরের নানান ভাঁজে কালো দাগ হলে তা দূর করা যায় না পার্লারের দামী দামী ট্রিটমেন্টেও। তবে আপনার একটু সচেতনায় এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই আপনি এই সমস্যার সমাধান করে নিতে পারেন। আর আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য ঘাড়ের কালো দাগ দূর কাঠ বাদাম এর প্যাক।
আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ঘাড়ের কালো দাগ দূর কাঠ বাদাম এর প্যাক তৈরি পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। কাঠবাদাম গুঁড়ো
২। পাউডার দুধ
৩। মধু
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। কাঠ বাদাম পিষে গুঁড়ো করে নিয়ে ১ চা চামচ কাঠবাদাম এর গুঁড়োর সাথে ১ চা চামচ পাউডার দুধ ও ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
২। পেস্টটি ঘাড়ের পাশে ও পেছনে ভালো করে লাগান। আধা ঘণ্টা রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এইভাবে সপ্তাহে দুই থেকে চারবার লাগান ত্বকের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন আছে কাঠ বাদামে। এছাড়াও এতে আরো কিছু পুষ্টি উপাদান আছে যা ত্বকের কালচেভাবের সমস্যা দূর করতে পারে।