ধূপ বড় আকৃতির চিরসবুজ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Canarium resiniferrum Bruce ex King। এই গাছ ২৫-৩০ মিটার এবং গাছের বেড় ১৮০-২৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়। গাছের গোড়াতে ঠেসমূল দেখা যায়। এদের গুঁড়ি কান্ড সরল, সোজা ও নলাকার। বাকল পুরু, সবুজাভ ধূসর বর্ণ, আঁশ ও সুগন্ধিযুক্ত। ধূপ গাছের কাঠ ধূসর- সাদাটে বর্ণের। ধূপ নানা কাজে ব্যবহার করা হয়ে থাকে। ধূপ গাছের বীজ ও তেল ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে।
ধূপ গাছ বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নিউগিনি, ফিজি, সামোয়া, তঙ্গা, সলোমোন, নাইজেরিয়া, মাদাগাস্কার ও অস্ট্রেলিয়ায় জন্মে।
উপকারিতাঃ
১। ধূপ বীজের শাঁস খেলে মুখের অরুচি ভাব কেটে যায়।
২। ধূপ বীজের তেল ব্যবহার করলে বাতের ব্যথা ভালো হয়।
৩। ধূপ বীজের শাঁস চূর্ণ করে মধুর সাথে মিশিয়ে চেটে খেলে কৃমি ভালো হয়।
৪। ধূপ বীজের তেল ব্যবহার করলে হাত পায়ের জ্বালা কমে।
৫। ধূপ বীজের শাঁস চূর্ণ করে হালকা গরম পানির সাথে মিশিয়ে খেলে পেটের সমস্যা ভালো হয়।