বাজনা | 20fours
logo
আপডেট : ৫ মার্চ, ২০১৯ ০১:১০
বাজনা
বাজনা
Desk

বাজনা

বাজনা (Prickly tree) মধ্যম আকৃতির ডালপালা বিশিষ্ট কন্টকযুক্ত পাতাঝরা বৃক্ষ।  এর বৈজ্ঞানিক নাম Zanthoxylum limonella Alston।  এটি Rutaceae পরিবারের উদ্ভিদ। এই গাছ ১০-২০ মিটার এবং গাছের বেড় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। বাজনা গাছের সব অংশই সুগন্ধ যুক্ত।  তাই এই গাছ সুগন্ধি গাছ হিসেবে পরিচিত। বাজনা গাছের পাতা যৌগিক এবং ডালপালার আগায় গুচ্ছকারে সজ্জিত।  পএফলক লম্বায় ৩০-৭৫ সেন্টিমিটার এবং পাক সংখ্যা ১৬-২৫ টি। শীতকালে পাতা ঝড়ে।  পাতায় তীব্র ঝাঁঝালো সুঘ্রান রয়েছে।  মার্চ এপ্রিল মাসে গাছে নতুন পাতা গজায়। গাছে থোকায় থোকায় ছোট গোলাকার ফল ধরে।  ফল কাঁচা অবস্থায় সবুজ আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফল পাকে।  এই গাছ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা,  মায়ানমার,  থ্যাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,  ভিয়েতনাম,  ফিলিপাইন দেশে জন্মে। বাজনা গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। বাজনা বীজের তেল ব্যবহার করলে ঠান্ডা জনিত সমস্যা ভালো হয়।

২। বাজনা বীজের তেল মালিশ করলে বাত পর ব্যথা ব্যবহার করা হয়ে থাকে।

৩। বাজনা বীজের তেল ব্যবহার করলে শরীর সতেজ থাকে।

৪। শরীরে চর্মরোগ দেখা দিলে বাজনা বীজের তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

৫। নিয়মিত বাজনা বীজের তেল মাখলে শরীরের চুলকানি ভালো হয়।