কাঠলিচু গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ। এর বৈজ্ঞানিক নাম Dimocarpus longan। এই গাছ ৪০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের পুষ্প পুংপুস্পক এবং উভলিঙ্গ, পুংকেশর ৮টি। কাঠলিচুর ফল ঝুলন্ত এবং আঙ্গুরের মতো গুচ্ছাকার। কাঠলিচু একপ্রকার লিচু জাতীয় সুস্বাদু ফল। বেলেমাটি এই গাছের জন্য ভাল। কাঠলিচু এবং লিচু গাছের ফল ধরার সময় একই। এই গাছ বাংলাদেশেও জন্মে। কাঠলিচু গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। কাঠ লিচুতে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার হজমে দারুনভাবে সহায়তা করে।
২। মনোপোজ পরবর্তী নারীদের শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবারহে কাঠ লিচু খুবই উপকারী।
৩। কাঠ লিচুর আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড শরীরে বিটা ক্যারোটিনসহ প্রয়োজনীয় ভিটামিন শোষণে সহায়তা করে।
৪। কাঠ লিচু প্রচণ্ড ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে শরীরকে রক্ষা করে।
৫। কাশি, পেটব্যথা, টিউমার দমনে কাঠ লিচু খুবই কার্যকর।