আকাশমনি ইংরেজি নাম Auri বা Earleaf acacia বা Earpod wattle বা Northern black wattle বা Papuan wattle বা Tan wattle
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Fabales
পরিবার Fabaceae
গণ Acacia
প্রজাতি A. auriculiformis
দ্বিপদী নাম Acacia auriculiformis A.Cunn. ex Benth.
আকাশমনি একটি দ্রুত বর্ধনশীল গাছ। এই গাছ ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়। শোভাবর্ধনকারী অ্যাভিনিউ ট্রি হিসেবে লাগানো হয়। কান্তাবর্ণা ঝুলন্ত মঞ্জরির শ্রীতে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ এই গাছের নাম দিয়েছিলেন সোনাঝুরি। সত্যিই সুন্দর এর পুষ্পমঞ্জরি। এই গাছের পাতা অনেকেই দেখেন নাই। এই গাছের যেটাকে আমরা অনেকেই পাতা বলি সেটি আসলে পাতা নয়, এটি মূলত পর্ণবৃন্ত। বোটা যখন রূপান্তরিত হয়ে পাতার মত দেখায় তখন তাকে পর্ণবৃন্ত বলা হয়। এই গাছটি যখন চারা অবস্থায় থাকে তখন এর যৌগিক পাতা দেখা যায়। পরবর্তীতে এর পাতা ঝরে যায়। বয়স্ক গাছে শুধু চর্মবৎ পর্ণবৃন্তই দেখা যায়। এই গাছের ছাল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছ বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ায় জন্মে।