গাছ চিনুনঃ স্থলপদ্ম | 20fours
logo
আপডেট : ১৮ মার্চ, ২০১৯ ১১:৪৫
গাছ চিনুন
গাছ চিনুনঃ স্থলপদ্ম
Desk

গাছ চিনুনঃ স্থলপদ্ম

স্থলপদ্ম বৈজ্ঞানিক নাম Hibiscus mutabilis

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids

বর্গ Malvales

পরিবার Malvaceae

গণ Hibiscus

প্রজাতি H. mutabilis

দ্বিপদী নাম Hibiscus mutabilis L

স্থলপদ্ম হচ্ছে মালভেসি পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি।সাধারণত ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছের গা-পাতা সবই খসখসে। পাতাগুলো বড় বড়, কিনারে থাকে কয়েকটি খাঁজ। বোঁটা বেশ লম্বা। ফুলও বড়, ৪ থেকে ১০ সেমি চওড়া। সাধারণত অনেক পাপড়ি থাকে। ফুলের রং গোলাপি বা সাদা। দেখতে দুধে-আলতা মেশানো রঙের মতো। কোথাও কোথাও পাঁচ পাপড়ির ফুলও দেখা যায়। হালকা সুগন্ধি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাপি রঙের ফুলগুলো লালচে রং ধারণ করতে থাকে। ফুল ফোটে শরৎকাল থেকে শীতের প্রথমভাগ পর্যন্ত। অন্য সময়েও দু-একটি ফুল চোখে পড়ে। ফুল ফোটে ডালের আগায়, কয়েকটি। ফুলভরা গাছ খুবই নজরকাড়া। পাপড়ির তৈরি বড়া খেতে সুস্বাদু। কলমে চাষ হয়। এই গাছের ঔষধি গুনাগুণ রয়েছে।  এই গাছ বাংলাদশের সর্বত্র পাওয়া যায়। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।