গাছ চিনুনঃ এিধারা | 20fours
logo
আপডেট : ১৮ মার্চ, ২০১৯ ১১:৫১
গাছ চিনুন
গাছ চিনুনঃ এিধারা
Desk

গাছ চিনুনঃ এিধারা

এিধারা বৈজ্ঞানিক নাম Tridax procumbens L.।

জগৎ Plantae

বিভাগ Angiosperms

বর্গ Asterales

পরিবার Asteraceae

এিধারা এক ধরনের সপুষ্পক উদ্ভিদ। এর লতানো কান্ড প্রায় ৭৫ সেমি পর্যন্ত লম্বা হয়। ফুল প্রায় ২ সেমি লম্বা হয় ও ১০-৩০ সেমি লম্বা বৃন্ত থাকে পাপড়ী সাদা মাঝখানে হলুদ। ফল খুব ছোট প্রতিটি দীর্ঘ পালকবৎ লোমগুলোর একটি মাথা থাকে। এিধার গাছে ডেইজী ফুলের মত মধ্যস্হলে হলুদ বর্ণ যুক্ত ফুল ফোটে। এদের পাপড়িতে বিদ্যমান তিনটি করে খাঁজ থাকে। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। এই গাছের ঔষধি গুনাগুন রয়েছে।